Breaking News

"সেন্টমার্টিন" দ্বীপ মিয়ানমারের দাবি !!

"সেন্ট মার্টিন" দ্বীপকে মায়ানমারের দাবি
"সেন্ট মার্টিন" দ্বীপকে মায়ানমারের দাবি !!

বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপকে নিজেদের বলে আবারও দাবি করেছে মিয়ানমার।
উল্লেখ্য এর আগেও মিয়ানমার তাদের মানচিত্রে বাংলাদেশর এক মাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে অন্তর্গত করেছিলো।শাহপরীর দ্বীপ    নিজেদের ভূখণ্ড দাবি মিয়ানমারের

এদিকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করছে। সেন্টমার্টিনের দৈঘ্য ৮কি.মি এবং প্রস্থ ২কি.মি বিভিন্ন দিক দিয়ে সেন্টমার্টিনের গুরুত্ব অপরিসীম। মার্কিন যুক্তরাষ্ট্র এক সময়ে বাংলাদেশের সেন্টমার্টিনে তাদের সামরিক বেস করতে চেয়েছিলো অবশ্য বাংলাদেশ এতে রাজি হয় নাই।

সেন্টমার্টিন দ্বীপের কিছু অংশ মিয়ানমার ইচ্ছাকৃতভাবে নিজেদের দাবি করার পাঁয়তারা করছে। এর প্রতিবাদে আজ শনিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় মিয়ানমার রাষ্ট্রদূতের হাতে সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মালিকানার দাবির বিষয়ে প্রতিবাদ জানিয়ে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মো. খুরশেদ আলমের দপ্তরে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করা হয়।


২টি মন্তব্য:

  1. Shala Mayanmar re juta diye petano dorkar. ora iccha kore agula kortache. Bangladesh k voi dekhai jate rohinya ra r mayanmar na return kore. r amder government ki bal falai naki ? sala desher internal problem beshi lafalafi kore. r desher sob cheye boro problem oder kono heduce nai. r thkbe kmne baire thke trust astache r ora sekhan thke kichu maira ditachi. ate oder pet fule banana tree hocche. ta na hole ato din kno rohinya ra bangladesh a thkbe ? awami league er kawa Qader ato ka ka kore rohinya der niye dekhlam na kono din ka ka korte. sala kawa Qader. tore juta diye petano uchit.

    উত্তরমুছুন

Thanks for your comment