Breaking News

ভাষা আন্দোলনে শহীদদের পরিচিতি ও সংক্ষিপ্ত ঘটনা (ভিডিও সহ)

ভাষা আন্দোলনে শহীদদের পরিচিতি ও সংক্ষিপ্ত ঘটনা
ভাষা আন্দোলনে শহীদদের পরিচিতি


প্রেক্ষাপট:

বাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবীর বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ রোপিত হয়েছিল বহু আগে, অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী।

শহীদদের পরিচিতি:

(১) আবুল বরকত :
• জন্ম : ১৬ জুন, ১৯২৭ খ্রিস্টাব্দ।
• জন্মস্থান : গ্রাম-বাবলা ভরতপুর, জেলা : মুর্শিদাবাদ, ভারত।
• ঢাকার ঠিকানা : বিষ্ণু প্রিয়া ভবন,পুরানা পল্টন, ঢাকা।
• পরিচয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এমএ ক্লাসের ছাত্র ছিলেন। তিন   বোন ও দুই   ভাইয়ের মধ্যে আবুল বরকত ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান।
• পিতার নাম : মৌলভী শামসুজ্জোহা ।
• মাতার নাম : হাজী হাসিনা বিবি।
• মৃত্যু: ১৯৫২ সালের ২১ফেব্রুয়ারি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা।
• পুরস্কার: একুশে পদক।

(২) আবদুল জব্বার:
• জন্ম : ১৩ আগস্ট, ১৯১৯ খ্রিস্টাব্দ (২৬ আশ্বিন ১৩২৬ বাংলা) ।
• জন্মস্থান : পাঁচুয়া, ইউনিয়ন : রাওনা, উপজেলা : গফরগাঁও, জেলা : ময়মনসিংহ।
• পরিচয় : সাধারণ গ্রামীণ কর্মজীবী মানুষ ছিলেন।পাঁচ ভাই ও দুই    বোনের মধ্যে আবদুল জব্বার ছিলেন দ্বিতীয়।
• পিতার নাম : মরহুম হাছেন আলী ।
• মাতার নাম : সফাতুন্নেসা।
• মৃত্যু: ১৯৫২ সালের ২১ফেব্রুয়ারি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা।
• পুরস্কার: একুশে পদক।

(৩) রফিক উদ্দীন আহমদ:
• জন্ম : ৩০ অক্টোবর ১৯২৬ খ্রিস্টাব্দ।
• জন্মস্থান : গ্রাম : পারিল, উপজেলা : সিঙ্গাইর, জেলা : মানিকগঞ্জ।
• পরিচয় : মানিকগঞ্জ জেলার দেবেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
• পিতার নাম : মরহুম আবদুল লতিফ। 
• মাতার নাম : রাফিজা খানম।
• মৃত্যু: ১৯৫২ সালের ২১ফেব্রুয়ারি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা।
• পুরস্কার: একুশে পদক।

(৪) আবদুস সালাম:
• জন্ম : ২৭ নভেম্বর ১৯২৫ খ্রিস্টাব্দ।
• জন্মস্থান : গ্রাম : লক্ষণপুর, ইউনিয়ন : মাতৃভূঞা, থানা : দাগনভূঞা, জেলা : ফেনী।
• পরিচয় : ডাইরেক্টর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসে রেকর্ড কিপার পদে চাকরি করতেন।
• পিতার নাম : মরহুম মো. ফাজিল মিয়া। 
• মাতার নাম : দৌলতন নেছা।
• মৃত্যু: গুলিবিদ্ধ হন ২১-২-১৯৫২ খ্রিস্টাব্দে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে ৭-৪-১৯৫২ খ্রিস্টাব্দে বেলা ১১টায় মৃত্যুবরণ করেন।
• পুরস্কার: একুশে পদক।

(৫) শফিউর রহমান:
• জন্ম : ২৪ জানুয়ারি, ১৯১৮।
• জন্মস্থান : ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার কোন্নগরে।
• পরিচয় : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন ক্লাসের প্রাইভেট ছাত্র ও ঢাকা হাইকোর্টের কর্মচারী।
• পিতার নাম : মরহুম মাহবুবুর রহমান।
• মাতার নাম : মরহুমা কানেতাতুন্নেসা।
• মৃত্যু: ফেব্রুয়ারি ২১, ১৯৫২ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা। (বংশাল রোডের মাথায় শহীদ হন)।
• পুরস্কার: একুশে পদক।

 (৬) মো. অহিউল্লাহ:
• জন্ম : ১১ সেপ্টেম্বর ১৯৪১ খ্রিস্টাব্দ (আনুমানিক) ।
• জন্মস্থান : অজ্ঞাত।
• পরিচয় : শিশু শ্রমিক।
• পিতার নাম : হাবিবুর রহমান।
• পিতার পেশা : রাজমিস্ত্রি।
• মৃত্যু: ফেব্রুয়ারি ২১, ১৯৫২ ঢাকার নবাবপুর এলাকার বংশাল রোডের মাথায় সশস্ত্র পুলিশের গুলিতে নিহত হন এবং তার লাশ পুলিশ অপহরণ করে।

(৭) আবদুল আউয়াল:
• জন্ম : ১১ মার্চ ১৯৩৪ খ্রিস্টাব্দ (আনুমানিক)।
• জন্মস্থান : সম্ভবত গেন্ডারিয়া, ঢাকা।
• পরিচয় : রিকশাচালক।
• পিতার নাম : মো. আবদুল হাশেম ।
• মৃত্যু: ফেব্রুয়ারি ২১, ১৯৫২ (বর্তমান ঢাকা রেল হাসপাতাল কর্মচারী সংলগ্ন এলাকায় সশস্ত্র বাহিনীর মোটর গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু)।


“ সোনার বাংলায়,তোমরা অমলিন চিরদিন। তোমাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ”

আরও পড়ুন » https://bit.ly/2Emk8rH


১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের নামের তালিকা এবং পরিচয় (Video)



কোন মন্তব্য নেই

Thanks for your comment