নটর ডেম কলেজে ভর্তির নতুন নিয়ামাবলি (২০২০-২০২১ শিক্ষাবর্ষ)
নটর ডেম কলেজ ভর্তি (২০২০-২০২১ শিক্ষাবর্ষ) সংক্রান্ত বিস্তারিত
করোনার জন্য এবার লিখিত ভর্তি পরীক্ষা হবে না।
SSC পরীক্ষার প্রাপ্ত নাম্বার এর ভিত্তিতে মেধাক্রম অনুসারে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। একই নাম্বার একাধিক জনে পেলে বিজ্ঞান বিভাগে Higher Math,Biology,English এর নাম্বার অগ্রাধিকার পাবে।মানবিক বিভাগে ইংরেজি, বাংলা, ICT এবং ব্যবসায় শিক্ষা বিভাগে হিসাববিজ্ঞান,ইংরেজি ও ICT অগ্রাধিকার পাবে।
ভর্তি প্রক্রিয়া :
https://www.mcampus-admission.online/ndc/
ওয়েবসাইটে ৩ রা জুন দুপুর ১২.০১ মিনিট থেকে ১১ ই জুন ১২ টা পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে।
আবেদন ফি : ২২৫ টাকা (বিকাশ পেমেন্ট) ৷
আবেদন যোগ্যতা:
বিজ্ঞান বিভাগে GPA 5.00,ব্যবসায় শিক্ষা বিভাগে 4.00,মানবিক বিভাগে GPA 3.50
ফলাফল:১৪ ই জুন SMS করে জানানো হবে ৷
আসন সংখ্যা:
বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সন ১৭৮০,
ইংরেজি ভার্সন ৩০০,ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৫০,মানবিক বিভাগে ৪০০
কলেজে মাসিক বেতন:১ম বর্ষে ১৩০০ টাকা(পরিবর্তন হতে পারে)
কলেজের নিজস্ব হোস্টেল নেই,কলেজের পাশে প্রাইভেট হোস্টেল আছে,হোস্টেল খরচ (খাওয়াসহ) মাসে ৬০০০-১০,০০০ টাকা এর মতো।
কলেজের ওয়েবসাইটঃhttps://notredamecollege-dhaka.com/
Helpline:
01933322530,
01933322531,
01933322532
কোন মন্তব্য নেই
Thanks for your comment