চট্টগ্রাম এর বিদ্যুৎ সংকট
এখন চট্টগ্রামে পিক আওয়ারে ১৩০০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াটের লোডশেডিং চলছে বলে জানান পিডিবির চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্ট প্রকৌশলী।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেল ও গ্যাস সংকটের কারণে সারাদেশের মতো চট্টগ্রামেও বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। যার কারণে এই তীব্র গরমের মধ্যে গত শনিবার থেকে নগরীর প্রতিটি সাবস্টেশন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। চলতি বছরে গত সাত মাসের মধ্যে গতকাল এবং গত রবিবার চট্টগ্রামের সবচেয়ে বেশি লোডশেডিংয়ে ভোগেছে নগরবাসী।
প্রধান প্রকৌশলী এম রেজাউল করিম সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, বড় বড় শপিং মলগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে সেন্ট্রাল এসি চালিয়ে রাখে এবং হোটেল, রেস্টুরেন্ট ও মার্কেট গুলোতে যেভাবে দিনে-রাতে অপ্রয়োজনীয় বাতি জ্বালিয়ে রাখে এই মুহূর্তে সেগুলো বন্ধ করলে অনেক উপকার পাওয়া যাবে। যার যার অবস্থা থেকে যদি আমরা বিদ্যুৎ সাশ্রয়ী হই তাহলে আমাদের অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে।
পিডিবি
চট্টগ্রাম অঞ্চলের এক নির্বাহী প্রকৌশলী
জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অনেক বেড়ে গেছে। সারা পৃথিবী ব্যাপী এর প্রভাব পড়েছে।
জ্বালানি খাতে সরকার ভর্তুকি কমাতে এই মুহূর্তে সারাদেশে
বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দেয়া হয়েছে। এখানে আমাদের (চট্টগ্রামের) কিছু করার নেই।
#shadatsacademy
#shadatsacademy.blogspot.com
#
বিদ্যুৎ সংকট
#চট্টগ্রাম এর বিদ্যুৎ সংকট
Post Comment
কোন মন্তব্য নেই
Thanks for your comment